‘বিয়ে কবে করছেন?’ কিংবা ‘বিয়ে করছেন না কেন?’ এ ধরনের প্রশ্ন অনেকদিন ধরেই শুনছেন? তার মানে হলো আপনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করছেন না, তাই না? যদিও বিয়ের জন্য বাঁধা-ধরা বয়স নেই কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটি বয়সসীমাকে ‘বিয়ের বয়স’ হিসেবে ধরে নেওয়া হয়। সেই সীমা পার হয়ে গেলেই এ ধরনের প্রশ্ন শুনতে হতে পারে।
যদিও কে কবে বিয়ে করবেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং অনেক সময় এ বিষয়ে অন্যদের পরামর্শ কিংবা প্রশ্ন বিরক্তিকর লাগতে পারে, তবু কিছু মানুষ আপনার জন্য সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হতে পারে। তাই সব সময় অন্যদের প্রশ্নে বিরক্ত না হয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখতে পারেন যে আসলেই আপনি বিয়ে করছেন না কেন।