এটুকুতেও বোধহয় স্পেন-ব্রাজিল ম্যাচের রোমাঞ্চটুকু ধরা যাচ্ছে না। এমন ম্যাচের স্বাদ যে শুধু প্রাণভরে দেখেই উপভোগ করতে হয়। আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে যে নাটকীয়তার দেখা মিলল, তার রেশ রয়ে যাবে আরও অনেক দিন। এমন ম্যাচে কেউ হারলেই বোধহয় নষ্ট হত এর মাহাত্ম্যটুকু। নাহ, শেষ পর্যন্ত ব্রাজিল-স্পেনের কেউই জেতেনি। ৩-৩ গোলে ড্র হওয়া এ ম্যাচে কেউ না জেতাটাই বরং এ ম্যাচের সৌন্দর্য।
একটি ফুটবল ম্যাচ থেকে যা যা প্রত্যাশা করা হয় সব রসদই ছিল এ ম্যাচে। শুরুতে স্পেনের একচ্ছত্র দাপট, এরপর ব্রাজিলের রূপকথার গল্পের মতো ঘুরে দাঁড়ানো। আর লামিনে ইয়ামালের ছড়ি ঘুরানোর জবাবে ফেলিপে এনদ্রিকের দুর্দান্ত গোল। পুরোপুরি নিঁখুত ম্যাচ হয়তো নয়। কিন্তু দলীয় কিংবা ব্যক্তিগত নৈপুণ্য; কোনো দিক থেকে উত্তাপের কমতি ছিল না এ ম্যাচে।