মিয়ানমারের রাখাইনে মর্টার শেল বিস্ফোরণ ও গুলির শব্দে কাঁপল টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন। এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণে কয়েকটি গ্রাম থেকে গোলাগুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন টেকনাফ শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) আবদুস সালাম।