ব্যাংক বা আর্থিক কোম্পানিতে দায়িত্ব পালনকালে কোনো ধরনের আর্থিক অনিয়মে জড়িত থাকলে ওই ব্যক্তি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) প্রধান নির্বাহী পদের যোগ্য হবেন না।
একই সঙ্গে আর্থিক খাতে বা ব্যাংকিং পেশায় কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতাসহ বিভিন্ন শর্ত যোগ করে এনবিএফআইয়ের প্রধান নির্বাহী পদের যোগ্যতা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এ বিষয়ক সার্কুলারে একই সঙ্গে প্রধান নির্বাহীকে অপসারণে পরিচালনা পর্ষদের ক্ষমতাও সীমিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, স্খলন/বিচ্যুতিপূর্ণ কারণ ছাড়া মেয়াদপূর্তির আগে কোনো প্রধান নির্বাহীর নিয়োগ বাতিল করতে পারবে না পরিচালনা পর্ষদ।
নিয়োগের যোগ্য হতে ২০ বছর কাজের অভিজ্ঞতার পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তার পূর্ববর্তী পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।