ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তৃতীয় দিনে দুই ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এই সময় রেলের অনলাইন টিকিট সেবায় ৯৫ লাখ ১০ হাজার মানুষ টিকিটের জন্য হিট করেছেন। অন্যদিকে দুপুর ২টার পর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। দুই অঞ্চল মিলিয়ে প্রতিদিন আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০ টি।
আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।