অনলাইনে নারীদের হয়রানিকে ‘স্বাভাবিক’ হিসাবে দেখছেন অনেক মা-বাবা। তাদের ধারণা, অনলাইনে মেয়েদের হয়রানি একেবারেই তুচ্ছ বিষয়।
সম্প্রতি লন্ডনভিত্তিক অলাভজনক অনলাইন নিরাপত্তা দাতব্য সংস্থা ‘ইন্টারনেট ম্যাটার্স’-এর এক সমীক্ষায় উঠে এসেছে, যুক্তরাজ্যের ১৩ থেকে ১৬ বছর বয়সী ৭৭ শতাংশ মেয়ে এমন ডিজিটাল অভিজ্ঞতা নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন, যেগুলো তাদের জন্য ক্ষতিকর।
১৫ বছর বয়সী এক মেয়ের মা ওই প্রতিবেদনে বলেছেন, অনলাইনে ‘পুরুষাঙ্গের ছবি’ এতটাই ‘প্রচলিত হয়ে উঠেছে যে তা উল্লেখ করারও যোগ্য নয়’।
গবেষণার উপসংহারে বলা হয়, “এ গবেষণায় অবাক করার মতো বিষয় হল– কয়েকজন মা-বাবাও নারীদের অনলাইন হয়রানিকে তুচ্ছ বিষয় হিসাবে বিবেচনা করছেন এমনকি একে স্বাভাবিকভাবে নিচ্ছেন।”