আবারও সামাজিক মাধ্যমে নেটিজেনদের ঘুম তাড়ালেন টালিউড অভিনেত্রী অনিন্দিতা বসু। অনিন্দিতা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝেই তিনি তার বোল্ড ছবি ভাগ করে থাকেন ভক্তদের মাঝে। এবারও তিনি ঠিক সেরকমই ছবি পোস্ট করলেন। মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের সঙ্গে বহুদিন লিভ-ইনে থাকার পর তাদের ব্রেকআপ হয়ে যায়।
সম্প্রতি কিছু সাদা-কালো ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে অনিন্দিতা পরনে রয়েছে সাদা রঙের মনোকিনি এবং ডেনিম। খোলা চুল, সামান্য মেকআপ। তবে এই ছবিতে নজর কেড়েছে অনিন্দিতার ডেনিম। অনিন্দিতার সৌন্দর্য একেবারে অন্যরকম। ডার্ক কমপ্লেক্সন শরীরে মেদহীন চেহারা অন্যরকমের মাদকতা ছড়ায়। এর আগেও অনিন্দিতা তার সাহসী ছবি পোস্ট করেন ইন্সটাতে।