সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পাতলা সেমিকন্ডাক্টরের ফাইবার বা তন্তু তৈরি করেছেন, যার মাধ্যমে কাপড়ে বোনা যাবে। এই ফাইবার দিয়ে স্মার্ট পরিধানযোগ্য ইলেকট্রনিকস পণ্য তৈরির কাজও শুরু করেছেন বিজ্ঞানীরা। নেচার জার্নালে এ বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
ন্যানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এরই মধ্যে যান্ত্রিক নকশার মাধ্যমে ১০০ মিটার লম্বা চুলের মতো পাতলা ফাইবার তৈরি করেছেন। এখন এই ফাইবার দিয়ে কাপড় বোনার কাজ চলছে। ফাইবারের মান ও কার্যকারিতা পরীক্ষার জন্য একটি স্মার্ট টুপিও তৈরি করা হয়েছে, যা একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে মোবাইল ফোনের মাধ্যমে সংকেত গ্রহণ করে নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করতে পারে।