নানান ধরনের খাবার তৈরিতে সয়াবিন তেল ব্যবহার করার প্রচলন সব দেশেই রয়েছে।
আর আমাদের দেশে অন্যান্য তেলের চাইতে সয়াবিন তেলের ব্যবহারই বেশি। তবে ঘরে যে তেল ইতোমধ্যেই আছে সেটা দিয়ে চুল পরিচর্যার পদ্ধতি জানা থাকলে সাশ্র্রয় করাও সম্ভব।
সয়াবিন এক ধরনর ভেষজ তেল যা নানান পুষ্টিগুণ সমৃদ্ধ। চুলে এই তেল ব্যবহারে ভিটামিন ই এবং পলিআনস্যাচুরেটেড চর্বি যেমন- ওমেগা-থ্রিস ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়।
যে কারণে চুলের জন্য সয়াবিন তেল উপকারী
সয়াবিনের পুষ্টিগুণ চুলের ফলিকল ও মাথার ত্বক উন্নত রাখে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলকে করে তোলে মজবুত ও উজ্জ্বল ।
এই বিষয়ে হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ত্বক বিশেষজ্ঞ ডা. ডিএম মাহাজন বলেন, “ফ্যাটি অ্যাসিড চুলের ফাটাভাব কমাতে সহায়তা করে।