মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক বছর আগে বলেছিলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজাকারদের তালিকা আসবে ২০২৪ সালের মার্চে; বছরঘুরে সেই মার্চে এসে মন্ত্রী জানালেন, রাজাকারের কোনো তালিকা তার মন্ত্রণালয় এখনো করে উঠতে পারেনি।
মোজাম্মেল হক বলেন, “এটার (রাজাকারের তালিকা) জন্য আগের সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনাব শাহজাহান খান সাহেবের নেতৃত্বে একটা ক্যাবিনেট কমিটি করে দেওয়া হয়েছে এবং আরো অনেক আছেন। উনাকে আহ্বায়ক করে এটা করা হয়েছে যে… রাজাকারের সংজ্ঞা এবং তালিকা প্রণয়নের জন্য।
“আমি যতটুকু জানি, অদ্যাবধি আমাদের কাছে উনারা তালিকা হ্যান্ডওভার করেননি, হস্তান্তর করেনি… কোনো লিখিত তালিকা আমরা এখন পর্যন্ত পাইনি। সেজন্য তালিকার বিষয়ে সর্বশেষ অবস্থা বলতে পারছি না। আমি মনে করি, শাহজাহান খানের কাছ থেকে এই বিষয়ে আপনারা শুনলে ভালো হয়।”