হাজত থেকে আদেশ জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আজকের পত্রিকা প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ১২:৩৯

কারাগার থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা নিয়ে নানা বিতর্কের মধ্যেই প্রথম আদেশ জারি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ রোববার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) হেফাজতে বন্দী থাকা অবস্থায় তিনি রাজধানীর পানি সরবরাহ বিষয়ে একটি আদেশ জারি করেন। দিল্লির মন্ত্রী অতিশি মারলেনা সিংয়ের কাছে একটি চিরকুট দেওয়ার মাধ্যমে এ আদেশ জারি করেছেন তিনি। 


গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে দুর্নীতির অভিযোগে ভারতের আর্থিক অপরাধ তদন্ত সংস্থা আম আদমি পার্টির (এএপি) এই নেতাকে গ্রেপ্তার করে। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দায়িত্বে তাঁর এক সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেন ভারতের এক বিচারিক আদালত। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কেজরিওয়াল। আর ভারতের বিরোধীদলীয় নেতারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বলছে, কর্তৃপক্ষ দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us