বিশ্বের নিরাপদ দেশগুলোর তালিকায় শুরুতেই আছে আইসল্যান্ড। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং বিজনেস ইনসাইডার ওয়েবসাইট অনুসারে, আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। গ্লোবাল পিস ইনডেক্সও এই দেশটিকে এক নম্বর নিরাপদ দেশের মর্যাদা দিয়েছে। তবে এছাড়াও এশিয়ার এমন একটি দেশ আছে যেখানে মানুষের জিনিসের নিরাপত্তা অনেক বেশি। রাস্তায় আপনার দামি জিনিস ফেলে এলেও সেটি ঠিকই ফেরত পাবেন।
দুনিয়ার যে কোনো দেশেই একবার যদি মোবাইল ফোন বা পার্স হারিয়ে যায়, তাহলে কখনোই তা ফিরে পাওয়ার কথা কেউ ভাবতেই পারে না। পৃথিবীর কোনো দেশে যদি হারিয়ে খুঁজে পাওয়ার ব্যবস্থা, অর্থাৎ, ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সিস্টেম’ খুবই জোরদার হয়ে থাকে, তা রয়েছে এই দেশে। হারিয়ে গেলেও তাদের সিস্টেম সেটা খুঁজে পাবে এবং আপনাকে ফিরিয়ে দেবে।