অনেকেই খুশকির সমস্যায় ভোগেন। এটা খুবই অস্বস্তিকর একটি সমস্যা। কারণ, কাঁধের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকে খুশকি। প্রতিদিন শ্যাম্পু করলেও এ সমস্যা যায় না। আবার মুঠো মুঠো চুলও পড়ে। এজন্য ঘরোয়া কয়েকটি পদ্ধতি অনসুরণ করতে পারেন। যেমন-
১. একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কারি পাতা দিয়ে ফোটাতে থাকুন। পাতাগুলি যেন ভাল করে পুড়ে তেলের সঙ্গে মিশে যায় সেদিকে খেয়াল রাখুন। তার পর এই মিশ্রণ ভাল করে ছেঁকে নিয়ে চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রাখুন। শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাথায় লাগান। দেখবেন চুল তাড়াতাড়ি বাড়বে।