পৃথিবীর নানা প্রান্তেই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়ছে। সৌদি আরবও এর ব্যতিক্রম নয়। একসময় বৃষ্টির জন্য হাহাকার করা দেশটির বিভিন্ন অঞ্চলে এই সপ্তাহে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি বন্যার ঝুঁকির বিষয়েও দেশটির জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট ২১-২৫ মার্চ পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলে অব্যাহত আবহাওয়ার ওঠানামা এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব তথ্য জানা যায় আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে।