একটা দল ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল। দুটি সেঞ্চুরির লণ্ঠন হাতে তাদের পথ দেখালেন দুজন। আরেকটি দল ৩১ রানে তিন উইকেট হারিয়ে শেষ বিকালটা ধূসর করে তোলে।
প্রথম দলটা শ্রীলংকা। দ্বিতীয় দলটা...নাম না বললেও বুঝতে পারছেন, বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথমদিনটা বাংলাদেশের জন্য যেন ছোট গল্পের সংজ্ঞা- শেষ হইয়াও হইল না শেষ। দিনটা নিজেদের হয়েও হলো না। হবেই বা কী করে। শ্রীলংকার ২৮০ রানের জবাবে বাংলাদেশ যে ৩২/৩।
৫৭ রানে লংকানদের পাঁচ উইকেট হারানো যদি স্বাগতিকদের জন্য আত্মশ্লাঘা হয়, তাহলে নিজেদের ৩১/৩ হয়ে যাওয়াটা আত্মগ্লানি বৈকি। শুক্রবার সিলেটে ১৩ উইকেটের দিনশেষে বাংলাদেশ যে মোটেও স্বস্তিতে নেই, তা বলার অপেক্ষা রাখে না। ২৪৮ রানে পিছিয়ে আজ দ্বিতীয়দিন শুরু করবে স্বাগতিকরা। টপঅর্ডার এরই মধ্যে আশ্রয় নিয়েছে সাজঘরে। নয় রান নিয়ে ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান। নৈশপ্রহরী তাইজুল ইসলাম রানের খাতা খুলতে পারেননি।