শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। শুক্রবার (২২ মার্চ) মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পর বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা বিকেএমজি।
শক্তিশালী এ ভূমিকম্পের চার ঘণ্টা আগে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল ওই অঞ্চলে।
বিকেএমজি জানিয়েছে, জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। পূর্ব জাভা এবং প্রদেশের রাজধানী সুরাবায়াতে এ ভূমিকম্পের তীব্র কাঁপুনি অনুভব করা গেছে। ওই অঞ্চলে বসবাস করা একাধিক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।