অর্থের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে গুরুত্বহীন প্রকল্প ও বরাদ্দে কড়াকড়ি রেখে নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তৈরি শুরু করেছে সরকার। এডিপিতে উচ্চ প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর বিনিয়োগের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন অর্থবছরে বিদেশি সহায়তানির্ভর প্রকল্পে বিশেষ নজর থাকছে। বড় প্রকল্পের চেয়ে বরং ছোট ছোট প্রকল্পে জোর দেওয়া হচ্ছে নতুন অর্থবছরে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নতুন এডিপিতে প্রকল্প প্রস্তাব দিতে নির্দেশনা দিয়েছে পরিকল্পনা কমিশন। সংশ্লিষ্টদের চিঠি দিয়ে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সব প্রকল্প ও বরাদ্দ প্রস্তাব পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার। চিঠিটি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, অর্থসচিব, এনবিআরের চেয়ারম্যানসহ সংশ্লিস্ট বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।