চীনের একটি শহরে বিশ্বের সবচেয়ে বড় গোলাপের আকৃতির লন্ঠন তৈরি করা হয়েছে। গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গিনেস কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, চলতি ড্রাগন বছরের বসন্ত উৎসবে লাউইয়াংস পিউনি প্যাভিলিয়নে এই লন্ঠন বানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, লাউইয়াং শহরে তৈরি গোলাপ আকৃতির এই লন্ঠন প্রায় ১৪৭ ফুট ৯ ইঞ্চি লম্বা, ৮১ ফুট ৬ ইঞ্চি উঁচু এবং ৬৪ ফুট ৮ ইঞ্চি চওড়া। ২০০ কারিগর মিলে গোলাপের আকৃতির এই লন্ঠন বানিয়েছেন। তবে কত দিন লেগেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।