গুগলের এআই টুল কৌশল রপ্ত করেছে ফুটবলের?

যুগান্তর প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ২২:৪৯

গুগলের শীর্ষ এআই বিভাগ ডিপমাইন্ড এমন একটি টুল বানিয়েছে, যা ফুটবল বিশেষজ্ঞদের কৌশল রপ্ত করার পাশাপাশি বিভিন্ন কর্নার কিকের ফলাফলও অনুমান করতে পারে বলে দাবি সার্চ জায়ান্ট কোম্পানিটির।


এর আগে জটিল বোর্ড গেইম ‘গো’র মানব চ্যাম্পিয়নকে হারাতেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছে ডিপমাইন্ড। 


পাশাপাশি, ভিডিও গেইম ‘স্টারক্রাফট ২’-এর পেশাদার গেইমারদের হারানোর নজিরও দেখিয়েছে গুগলের এ প্রযুক্তি।


মঙ্গলবার ‘ট্যাকটিকএআই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাটির প্রথম ঝলক দেখায় গুগলের লন্ডনভিত্তিক এআই বিভাগটি। এর আগে লিভারপুল ফুটবল ক্লাবের কর্মীদের সঙ্গে এ প্রযুক্তি বিকাশে তিন বছর কাজ করেছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us