মোহামেডান ও পুলিশের জয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ২০:৩৭

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ পুলিশ। মোহামেডান সাধারণ বীমা কর্পোরেশন ক্লাবকে ৫-১ গোলে পরাজিত করেছে সাদা-কালো জার্সিধারীরা। দিনের প্রথম খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০-২ গোলের ব্যবধানে জিতেছে পুলিশ। 


মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের অষ্টম মিনিটে দারুণ এক ফিল্ড গোলে মোহামেডানকে এগিয়ে নেন দীপু (১-০)। ম্যাচের ২৪ মিনিটে ফয়জাল বিন সারির ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান (২-০)। 


বিরতির পর সাধারণ বীমা গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। রবির চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে দলটি। পরে ফয়জাল মোহামেডানকে আরেকটি ফিল্ড গোল উপহার দেন। সাদা-কালোরা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারে বীমার জালে আরও দুই গোল পুরে শহিদুল্লাহ টিটুর শিষ্যরা। ৫৭ মিনিটে সৈকত এবং পরের মিনিটে জিমির ফিল্ড গোলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us