আগামীকাল শুরু হবে আইপিএল। আইপিএল না বলে এটাকে ভারতের ক্রিকেটের মহা উৎসবও বলা যায়। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট টি-টোয়েন্টির প্রতি মানুষের আগ্রহ তৈরিতে যেমন বড় ভূমিকা রেখেছে, তেমনি অনেক ক্রিকেটারের ব্যাংক ব্যালেন্সের হিসাবও বদলে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স দীর্ঘদিন আইপিএলে খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৩ মৌসুম খেলা ডি ভিলিয়ার্স কিন্তু এই টুর্নামেন্টকে শুধু ক্রিকেটের মধ্যেই রাখছেন না। তিনি আইপিএলকে দেখছেন দুনিয়ার অন্যতম বড় স্পোর্টস ইভেন্ট হিসেবে।