দুই দিনের বড় পতনের পর শেয়ারবাজারে গতকাল বুধবার সূচকের উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৫৪ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটিও বেড়েছে ১০৬ পয়েন্ট বা প্রায় পৌনে ১ শতাংশ। দুই বাজারের মধ্যে চট্টগ্রামে লেনদেন বাড়লেও ঢাকার বাজারে কমেছে।
বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত সোম ও মঙ্গলবারের বড় ধরনের দরপতনের পর বাজার কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে। গতকাল বিনিয়োগকারীদের দিক থেকে শেয়ার বিক্রির চাপ ছিল কম। বিনিয়োগকারীরা যাতে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রিতে ঝাঁপিয়ে না পড়েন, সে জন্য সকাল থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো বেশ সক্রিয় ছিল। তাতে বড় বড় ব্রোকারেজ হাউসগুলো থেকে বিক্রির চাপ কমে যায়।