এক পরিসংখ্যান থেকে জানা যায়, বাংলাদেশে প্রতিবছর ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ আত্মহত্যা করে। এ সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এটা সত্যিই অত্যন্ত উদ্বেগের বিষয়। অনুন্নত ও দরিদ্র দেশ হওয়ায় এখানে অপঘাতে অনেক মৃত্যুর ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু অপঘাতে মৃত্যুর অন্যতম। মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ। কিন্তু যে মৃত্যু ট্র্যাজিক, যে মৃত্যু পরিহারযোগ্য, তেমন মৃত্যু কাম্য নয়। এমন মৃত্যুতে মানুষ অনেক বেশি শোকাহত হয়। এ ধরনের মৃত্যু পরিহার করা সম্ভব হলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সড়ক-মহাসড়কে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে, তার অনেকটাই সুশাসনের মাধ্যমে পরিহার করা সম্ভব।
বাংলাদেশে আত্মহননের মাধ্যমে যেসব মৃত্যু ঘটে, তার বেশিরভাগেরই কারণ হলো সমাজের অসঙ্গতি। অনেক সময় সংবাদপত্রে আমরা দেখতে পাই, সন্তানের মুখে আহার জোগাতে না পেরে মা প্রথমে সন্তানদের বিষ খাইয়ে মেরেছে এবং তারপর মা নিজেই বিষপানে আত্মঘাতী হয়েছে। বড় মর্মান্তিক এমন ঘটনা।