স্মার্টফোনে নিজেদের বিভিন্ন ছবি, ভিডিও, জরুরি ফাইল সংরক্ষণ করেন সবাই। তবে এতো সব ফাইল সংরক্ষণ করার ফলে ফোনের স্টোরেজ অল্প দিনেই ফুল হয়ে যায়। ফোনের স্পিড কমে যায়, তো কখনো বারবার হ্যাং করে। অ্যাপ খুলতেও অনেকক্ষণ লেগে যায়। অধিকাংশ সময় ফোন পুরোনো হয়ে গেলে এমনটা হয়। ছবি, অ্যাপ, ভিডিও, ডকুমেন্টসে ভর্তি মোবাইলে গতি কমে যায়।
খুব সহজেই ফোনের সেটিংসে সামান্য পরিবর্তন করেই এই সমস্যার সমাধান করতে পারেন। ফোন রিসেট করে নিতে পারেন। ফ্যাক্টরি রিসেটের অর্থ হলো ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পর ফোন যেমন ছিল, ঠিক সেরকম হয়ে যাবে। অর্থাৎ একেবারে নতুন।