ঘাসের মাঠে খেলে টার্ফে হাবুডুবু!

সমকাল প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ২১:১১

পাঁচ ম্যাচ করেও সব দল খেলেনি। এরই মধ্যে ১১ দলের প্রিমিয়ার বিভাগ হকিতে দুইশর ওপরে গোল হয়েছে। মেরিনার ইয়াংস ক্লাব, ঢাকা আবাহনী, মোহামেডান স্পোর্টিং ক্লাবই প্রতিপক্ষের জালে দশবারের বেশি বল পাঠিয়েছে একাধিকবার। গোল হজমের হাফ সেঞ্চুরি করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। চল্লিশের ওপরে গোল করে মেরিনার্স ও আবাহনী তাদের শক্তির যেমন জানান দিয়েছে, তেমনি করে দেশের হকির সর্বোচ্চ প্রতিযোগিতা কতটা অসম, তা যেন নতুন করে ফুটে উঠেছে। 


প্রথম সারির চার-পাঁচটা ক্লাব ছাড়া বাকিগুলোর দৈন্যদশা দেখে মনে হচ্ছে শুধু অংশগ্রহণের জন্যই প্রিমিয়ার লিগে নাম লেখানো। অবশ্য ২৭ মাস পর হওয়া প্রিমিয়ার হকির মান যে এত বাজে হবে, তা অনেকটা অনুমেয়ই ছিল। কিন্তু ভিক্টোরিয়া, দিলকুশা, আজাদের মতো ক্লাবগুলোর গোল হজমের সেঞ্চুরি বাস্তবে ঘরোয়া হকির দুর্দশাই যেন ফুটিয়ে তুলেছে। খেলোয়াড়দের মানের পার্থক্যই ফুটে উঠেছে বেশি। ৩৫-৪০ জন খেলোয়াড়ের বাইরে বাকিদের বেশির ভাগই বিভিন্ন জেলা থেকে এসেছেন ঢাকায় খেলতে। সারা বছর ঘাসের মাঠে খেলতে অভ্যস্ত খেলোয়াড়রা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে খেলতে গিয়ে হাবুডুবু খাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us