শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন ও গণমানসিকতা

বিডি নিউজ ২৪ চিররঞ্জন সরকার প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১২:৩৯

সমস্যা তো শুধু বিচারহীনতার সংস্কৃতিতে নয়, আসল সমস্যা তো আমাদের মনোগঠনে। নারীর প্রতি আমাদের আচরণ কী রকম হবে, এটা বেশিরভাগ মানুষই জানে না। আমাদের গড়ে ওঠা, বেড়ে ওঠা, মন-মানসিকতা, আমাদের পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের যথার্থ মানুষ হবার পাঠ দেয় না। আমরা একইসঙ্গে কাম-লালসা নিয়ে বড় হই। আবার ‘পৌরুষ’ ও ‘ক্ষমতা’ প্রয়োগের চেষ্টা করি। যে মেয়েটি ‘আমার’ হতে চায় না, তার ওপর ব্যাটাগিরি, ক্ষমতা চাপিয়ে দেই।


আর মেয়েদের যে শুধু ‘আমার’ বানাতে চাই, তাও নয়, আমরা চাই একটি মেয়ে হবে কেবল ভোগের বস্তু। আমি যখন চাইব, যেভাবে চাইব, সে পুতুলের মতো ভূমিকা পালন করবে। সবকিছুতে কেবল সায় দেবে। এর বাইরে গেলেই বিচিত্র কায়দায় হয়রানি, দেখে নেবার হুমকি। সারাক্ষণ অপমান-অপদস্থ করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us