বছর দেড়েক আগেও দেশের ক্রিকেটে অপরিচিত এক নাম ছিলেন নাহিদ রানা। বিস্ময়কর গতিতে এগিয়ে আজ তিনিই আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে। তার এই অবিশ্বাস্য পথচলায় সবচেয়ে বড় হাতিয়ারও ‘গতি।’ দ্রুতগতির বোলিংয়ে নজর কাড়ার পর, সামনে এবার জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার অগ্নিপরীক্ষা। সেখানেও গতি দিয়েই জয় করতে চান বাংলাদেশের এই পেসার।
সবশেষ বিপিএলেই যেমন, প্রথমবার বল হাতে নিয়ে শুরুতেই প্রতিপক্ষ পান ব্যাটসম্যান সাকিব আল হাসানকে। স্নায়ুচাপ সামলে নিজের সেরা অস্ত্রই তাক করেন নাহিদ, ছোড়েন ১৪৯.৭ কিলোমিটার গতির এক গোলা। ওই ওভারে তিনি আরও দুটি ডেলিভারি করেন ১৪৭ কিলোমিটার গতিতে।