You have reached your daily news limit

Please log in to continue


এআইনির্মিত ‘বাস্তব’ ভিডিওর জন্য নতুন নিয়ম আনছে ইউটিউব

একদিকে এআইইয়ের তৈরি কনটেন্টের প্রচলন দিন দিন বাড়ছে, অন্যদিকে অনেক শীর্ষ কোম্পানি ও প্ল্যাটফর্ম চিন্তায় রয়েছে এসব কনটেন্ট কীভাবে পরিচালনা করা উচিত।

অনেকেই সহজ সমাধান হিসাবে বলছেন এ ধরনের কনটেন্ট ‘লেবেল’ করার কথা, যাতে স্পষ্ট হয় কোনো ভিডিও, ছবি বা অডিও একটি এআই মডেল তৈরি করেছে কি না। আর এ লক্ষ্যেই, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও লেবেল করার জন্য নতুন নিয়ম তৈরি করছে ইউটিউব।

মঙ্গলবার থেকেই পরিবর্তিত, ‘সিন্থেটিক মিডিয়া’র তৈরি, এআইই জেনারেটেড বাস্তবসম্মত বা বাস্তবের মতো দেখতে কনটেন্ট বা ভিডিও ইউটিবে আপলোড করার ক্ষেত্রে, প্ল্যাটফর্মের স্বচ্ছতার স্বার্থে সকলকে সেটি লেবেল করতে হবে বলে এক প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। বাস্তবসম্মত কনটেন্ট বলতে ইউটিউব বুঝিয়েছে, যেসব ভিডিওতে দর্শকরা সহজেই এআই জেনারেটেড কোনো ব্যক্তি, ঘটনা, বা জায়গাকে আসল ভেবে ভুল করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন