দেশের চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করতে পরিবর্তন আসছে অনুদানের সিনেমা বাছাইপ্রক্রিয়ায়। একাধিক ধাপে নির্বাচিত হবে সিনেমার চূড়ান্ত চিত্রনাট্য। স্বচ্ছতা আনতে পুরো প্রক্রিয়ায় যুক্ত থাকবেন সিনেমা–বিশেষজ্ঞরা। সম্প্রতি বাছাই কমিটির মিটিংয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গত বছরের ৩০ সেপ্টেম্বর ছিল অনুদানের সিনেমার পুরো প্যাকেজ জমা দেওয়ার শেষ দিন। ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য সরকার প্রস্তাব আহ্বান করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমার বিপরীতে মোট জমা পড়েছে ২৫৩টি চিত্রনাট্য। এর মধ্যে সিনেমার চিত্রনাট্য ১৯৫টি। বাকি ৫৮টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার চিত্রনাট্য।