জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধারে সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী প্রস্তুতি নিচ্ছে। গতকাল মঙ্গলবার সোমালি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার পুন্টল্যান্ডের জলদস্যু অধ্যুষিত আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের পুলিশ বাহিনী জানায়, এমভি আবদুল্লাহকে জিম্মি করা জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে তারা প্রস্তুত রয়েছে।