২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজের জুটি। কিন্তু মিরাজ আউট হওয়ার পর আবারও শঙ্কা। সেই শঙ্কা কেটে গেলো রিশাদ হোসেনের শেষ সময়ের টর্নেডো এক ইনিংসে।
১৮ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের পথ গড়ে দিয়েছেন লোয়ার অর্ডারের রিশাদ। যে ইনিংসেই মূলত ম্যাচ জয়ের আশা শেষ হয়ে যায় শ্রীলঙ্কার।