যখনই দেশে কোনো এক নিত্যপণ্যের দামের লাগাম ছাড়িয়ে যায়। মানুষ সরকারের নানা সমালোচনা করতে থাকে। সংবাদপত্র - টেলিভিশনে গণমানুষের ক্ষোভের কথা প্রচার হতে থাকে। তখনই সরকারের পক্ষথেকে পণ্যের দাম বেঁধে দেয়া হয়। দুঃখজনক হলেও সত্যি যে, সরকারের বেঁধে দেয়া দামে কোনো দিনই কোনো পণ্য বাজারে পাওয়া যায়না। কিন্তু কেন?
আমরা সবাই জানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কম ও নির্দিষ্ট আয়ের মানুষকে বিপাকে ফেলেছে- এমন পরিস্থিতিতে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে চিনি, পিয়াজ, খেজুর ও সয়াবিন তেলের মতো কয়েকটি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। কিন্তু দামতো কমেইনি, উল্টো কিছু পণ্যের দাম আরও বেড়েছে।