চকচকে ঝলমলে চুল শুধু দেখতেই ভালোলাগে না, এটা চুলের স্বাস্থ্যকর মাত্রাও নির্দেশ করে।
তবে গোসল, নানান ধরনের পণ্য ব্যবহার, দূষণ- চুলের স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে। ফলে কেশ হয় নির্জিব।
আর এই অবস্থা থেকে পরিত্রাণে রয়েছে নানান উপায়।
কন্ডিশনারের পর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধোয়া
“চুলের বাইরের আবরণ বা কিউটিকলস অনেকটা টাইলসের মতো কাজ করে। মানে চুলে চকচকেভাব বজায় রাখে। যত বড় হয় চুল ততই অসমান ও কোঁকড়া হতে থাকে। আর আলো শোষিত হওয়ার কারণে চুলে পড়ে মলিন ভাব। এই সমস্যা কাটাতে ব্যবহার করতে হয় ঠাণ্ডা পানি”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন লন্ডনের পেশাদার কেশসজ্জাকর টিনা আউটেন।