রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে নিরীহ মানুষের পুড়ে অঙ্গার হয়ে মৃত্যুর ঘটনাগুলো অত্যন্ত বেদনাদায়ক। যারা অগ্নিকাণ্ডের শিকার হয়ে অঙ্গ হারিয়ে কোনোরকমে বেঁচে গিয়ে মৃত্যু যন্ত্রণায় জীবন অতিবাহিত করে চলেছেন, তা আরও বেশি হৃদয়বিদারক। কারণ, তাদের পঙ্গু জীবন নিজের ও পরিবারের কাছে কতটা কষ্টের বিষয়, সেটি শুধু ভুক্তভোগীর পরিবারই উপলব্ধি করতে পারেন। এসব কষ্টকর ঘটনা সংবাদ হয়ে সমাজ ও আন্তর্জাতিক অঙ্গনেও নেতিবাচক ধারণার জন্ম দিচ্ছে।
প্রতিবছর রাজধানী ঢাকায় যখন-তখন, যেখানে-সেখানে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজধানী ঢাকার প্রাকৃতিক বায়ুর গুণমান এতটাই নিু থাকে যে, প্রতিদিন সংবাদের শিরোনাম হওয়ায় সারা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ হয়ে পড়ে যে এটি বসবাসের নিকৃষ্টতম স্থান। আমরা সেসব সংবাদে চোখ বুলাই আর চোখ বুজে সহ্য করে যাই।