নেতা-কর্মীদের দ্রুত মুক্তি চায় বিএনপি

আজকের পত্রিকা প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪, ১৯:২৬

নির্বাচনের আগে নাশকতার নানা অভিযোগে বিএনপির অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। বিশেষ করে রাজধানীতে গত ২৮ অক্টোবরের সংঘর্ষের পর দেশজুড়ে গ্রেপ্তার অভিযান জোরদার হয়। ৭ জানুয়ারির নির্বাচনের পর অবশ্য অধিকাংশ নেতা-কর্মী মুক্ত হয়েছেন। দলটির দাবি, এর পরও সারা দেশে অন্তত ৫০০ নেতা-কর্মী এখনো কারাবন্দী। আসন্ন ঈদুল ফিতরের আগে এই নেতা-কর্মীদের মুক্তি চায় বিএনপি।


তবে দলটির নেতারা অভিযোগ করেছেন, বিরোধী নেতা-কর্মীদের জামিন নামঞ্জুর করা হচ্ছে। গত বৃহস্পতিবার ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। প্রতিদিনই এ রকম ঘটনা ঘটছে। এই অবস্থায় কারাবন্দী নেতা-কর্মীদের ঈদের আগে মুক্ত করা নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us