গেইম খেলবে গুগলের নতুন এআই মডেল ‘সিমা’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪, ২১:৪৫

এবারে নতুন এআইভিত্তিক গেইমিং মডেল দেখিয়েছে গুগলের ডিপমাইন্ড ল্যাব, যার নাম ‘সিমা’। একজন মানুষের মতোই এ মডেলটি গেইমারদের সঙ্গে গেইম খেলতে পারে।


সিমা বা ‘এসআইএমএ’-এর পুরো অর্থ হল স্কেলেবল, ইনস্ট্রাকটেবল, মাল্টিওয়ার্ল্ড এজেন্ট। এ মডেলটি নির্দেশ অনুসারে গেইমের মধ্যে বিভিন্ন কাজ করার মাধ্যমে গেইমারদের খেলায় সাহায্য করার জন্য নকশা করা হয়েছে।


এআইয়ের এ অগ্রগতি অনলাইন গেইমিং সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বেগ বাড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।


এটি বিভিন্ন গেইমের মধ্যে থাকা নন-প্লেয়েবল ক্যারেক্টার বা এনপিসি’র মতো নয়। এর পরিবর্তে, এআই মডেলটি সহযোগী গেইমার হিসাবে কাজ করবে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।


বর্তমানে গবেষণা পর্যায়ে থাকা এআই মডেলটি শেষ পর্যন্ত যে কোনো ভিডিও গেইম খেলতে শিখবে। এমনকি, জিটিএ’র গেইমগুলোর মত অনলাইন ওপেন ওয়ার্ল্ড ভার্চুয়াল গেইমও খেলতে শিখবে বলে জানিয়েছে ডিপমাইন্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us