পুরান ঢাকার মৌলভীবাজারের সরু রাস্তা। রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলোয় পণ্য কেনাবেচার কর্মচাঞ্চল্য। মোবাইল ফোনে পাইকাররা খোঁজ নিচ্ছেন বিশ্ব বাজারে চিনি ও ভোজ্য তেলের দাম। চোখ রাখছেন শিকাগো ও লন্ডনের মতো ট্রেডিং ফ্লোরের সংবাদে।
রাজধানীর এই ঘিঞ্জি এলাকায় অনেক চায়ের দোকানে আড্ডা হয় লন্ডন কমোডিটি এক্সচেঞ্জ, শিকাগো বোর্ড অব ট্রেড ও বুরসা মালয়েশিয়ায় পণ্যের দামের ওঠানামাকে ঘিরে।
আন্তর্জাতিক বাজারে চিনি ও ভোজ্য তেলের উৎপাদন, দাম, এমনকি, আবহাওয়ার পূর্বাভাস নিয়েও চলে প্রাণবন্ত আড্ডা। এত উৎসাহের কারণ হলো, তারা আমদানি পণ্যের 'সরবরাহ আদেশ' বা সাপ্লাই অর্ডার (এসও) কিনতে চান।