চীনে পড়তে গিয়ে প্রতারকদের ফাঁদে বাংলাদেশি শিক্ষার্থীরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪, ২০:৩২

বাংলাদেশে ১০ থেকে ১২ হাজার চীনা নাগরিকের অবস্থান। তাদের অনেকে আছেন অবৈধভাবে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা চীনের এই নাগরিকেরা সুযোগ বুঝেই পাতছেন নানা প্রতারণার ফাঁদ। বিশেষত, চীনে পড়তে যাওয়া বাংলাদেশি অনেক শিক্ষার্থী এ প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে বিপথগামী হচ্ছেন। এই শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে মূল অস্ত্র হিসেবে। বিভিন্ন অ্যাপস্ খুলে, জুয়ার সাইট চালিয়ে এবং অনলাইনে মাল্টিলেভেল মার্কেটিংয়ের প্রলোভনে ফেলে তারা হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা।


চীনে পড়াশোনা করতে গিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারণায় জড়ানো তিন বাংলাদেশি শিক্ষার্থীকে ৩০টি ভারতীয় সিমসহ গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।


গ্রেফতাররা হলেন- রাকিবুল ইসলাম রাতুল (২৪), আসাদুজ্জামান রাজু (২৯) ও মামুন হাওলাদার (২৭)।


গত ২ জানুয়ারি রাজধানীর কলাবাগান থানায় এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় গোয়েন্দা কার্যক্রম ও তদন্তের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের (এডিসি) সাইফুর রহমান আজাদের নেতৃত্বে একটি দল ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us