চৈত্র মাসের শুরুতেই দেশের তাপমাত্রা ৩৭ ডিগ্রির ঘরে পৌঁছেছে। এ অবস্থায় তিনটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৬ মার্চ) রাতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। রাঙামাটিতে রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস।