কাগজে-কলমে সিলেটে নিবন্ধিত যানবাহন প্রায় দুই লাখ। অথচ সড়ক দাঁপিয়ে বেড়াচ্ছে অন্তত চার-পাঁচ লাখ যানবাহন। সব ধরনের যানবাহনের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও সে তুলনায় প্রশস্ত হচ্ছে না নগরীর সড়কগুলো। যেগুলো প্রশস্ত হচ্ছে সেগুলো আবার চলে যাচ্ছে দখলে।
এসবের কোনো তদারকি নেই সিটি করপোরেশনের পক্ষ থেকে। তুলনামূলক অপ্রশস্ত এসব সড়কে পরিবহনের চাপ বেশি থাকায় বাড়ছে যানজট ও জনভোগান্তি।