তিন দশক আগে তৈরি পোশাক রপ্তানিতে ওভেন পোশাকের হিস্যা ছিল ৮২ শতাংশ, আর বাকিটা নিট পোশাকের। সময়ের ব্যবধানে নিটের হিস্যা একটু একটু করে বাড়তে থাকে। ২০০৭ সাল থেকে পরের পাঁচ বছর পোশাক রপ্তানিতে ওভেনের চেয়ে নিট পোশাকের হিস্যা সামান্য বেশি ছিল। তারপর আবার রাজত্বটা চলে যায় ওভেন পোশাকের কাছে। এখন অবশ্য পরিস্থিতি ভিন্ন।
টানা চার বছর ধরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে নিট পোশাক। প্রতি বছর ওভেন ও নিট পোশাক রপ্তানির ব্যবধানও বাড়ছে।