সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে যা ঘটলো তা শুধু দুঃখজনক নয়, আমাদের স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে যে, এদেশের প্রতিষ্ঠানগুলো কীভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে। পেশাজীবীদের মধ্যে রাজনৈতিক আদর্শে ভিন্নতা আছে এবং আছে বলেই এই ফোরামগুলোতে নির্বাচন হয়। কিন্তু তাই বলে এমন কাণ্ড ঘটবে সেটা কোনো ভদ্রলোকের পক্ষে ভাবা সম্ভব হচ্ছে না।
কয়েক বছর ধরেই আমরা দেখছি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে না। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির সহিংস বিরোধিতার সংস্কৃতি এই প্রাঙ্গণে আরও বেশি করে দৃশ্যমান হচ্ছে। বিভিন্ন সময় বিএনপির সরকারবিরোধী রাজনৈতিক কর্মসূচিতে সর্বোচ্চ আদালতের এই প্রাঙ্গণ প্রায়ই উত্তপ্ত থাকছে। তার একটা প্রভাব পড়ছে সমিতির নির্বাচনেও।