বাংলাদেশে সফররত আইএমএফের কর নীতি মিশন বলছে, ৫ শতাংশ করহার তুলে দিয়ে ৫ লাখ থেকে ৮ লাখ টাকা আয়ের ওপর প্রান্তিক করের হার ১০ শতাংশ করার পরামর্শ দিয়েছে।
তারা বলেছে, যে বিধান অনুযায়ি এনবিআর কর অব্যাহতি দিতে পারে সে বিধান থাকা উচিত না। সেই সঙ্গে বর্তমানে যেসব খাতে কর সুবিধা পায়, সেসব খাতেরে বিদ্যমান সুবিধার মেয়াদ শেষ হলে আর বাড়ানো উচিৎ না।