প্রায় তিন বছর আগের কথা। একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে খুবই ব্যস্ত মৌসুমী হামিদ। অনেক দিন ধরে শুটিং চলছিল। সেই শুটিংয়েই প্রথম দেখা হয় এক তরুণের সঙ্গে। জানতে পারেন যে তিনি নাটকটির চিত্রনাট্যকার, আবু সাইয়িদ রানা। সেই সূত্রে দু–একটি কথা হতো। যেহেতু নাটকের শুটিং হয়েছে দীর্ঘদিন ধরে, তাই দেখাটাও নিয়মিত হতে থাকে।
নাটকের গল্প নিয়েই কথার শুরু। পাশাপাশি বিশ্ব জলবায়ু থেকে জীবন–প্রকৃতির নানা বিষয়ে কথা বলতে থাকেন দুজন।