বাংলাদেশে অপরাধ ও দুর্নীতির আশঙ্কাজনক বৃদ্ধি ঘটেছে। এসবের মধ্যে ঘুস, সন্ত্রাস, খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই, প্রতিহিংসা, পরশ্রীকাতরতা, নীতিহীনতা, দখলবাজি, ব্ল্যাকমেইলিং, সিন্ডিকেটবাজি, পারিবারিক কলহ-বিবাদসহ সব ধরনের অপরাধ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সাইবার অপরাধ। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যৌন অপরাধ। স্মার্টফোনের সৌজন্যে ছাত্রছাত্রীদের মধ্যে যৌন অপরাধ ছড়িয়ে পড়েছে। ছাত্রের হাতে রাম দা, অস্ত্র তো আছেই, সেই সঙ্গে শিক্ষকের পকেটেও পিস্তল রাখার এবং ছাত্রকে পিস্তল দিয়ে গুলি করার সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের সঙ্গে যৌন অপরাধ করে শিক্ষক বরখাস্ত হচ্ছেন।
দুর্নীতি বাড়ছে বর্ধিত জ্যামিতিক গতিতে। সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা কাগুজে। বাস্তবে দুর্নীতি বৃদ্ধি পাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে, এমন শূন্য সহনশীলতার নীতি ঘোষণা অর্থহীন, লোক দেখানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।