নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) ২ জন স্বতন্ত্র পরিচালকসহ সর্বোচ্চ ১৫ জন পরিচালক থাকতে পারবে। ঋণখেলাপি ব্যক্তি পরিচালক হতে পারবেন না। স্বতন্ত্র পরিচালকদের স্নাতক ডিগ্রিধারী ও ন্যূনতম ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং ন্যূনতম বয়স ৪৫ এবং সর্বোচ্চ বয়স ৭৫ বছর হতে হবে। সক্ষমতা বিবেচনায় মাসে সম্মানী হবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয়ে জড়িত কোনো ব্যক্তি স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ স্বতন্ত্র পরিচালকদের অভিজ্ঞতা ও উপযুক্ততা বিষয়ে এমন নির্দেশনা জারি করেছে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।