চঞ্চল চৌধুরী যেমন তুখোড় অভিনেতা, তেমনি গায়কও। তাঁর গাওয়া কয়েকটি গান হৃদয় ছুঁয়েছে শ্রোতাদের। এবার চঞ্চল চৌধুরী গাইলেন, ‘সাদা সাদা কালা কালা’ গানের গীতিকার-সুরকার হাশিম মাহমুদের লেখা আরেকটি গান। ‘সাদা সাদা কালা কালা’ গানটিতে কণ্ঠ না দিলেও ভিডিওতে উপস্থিত ছিলেন ‘হাওয়া’ সিনেমার নায়ক চঞ্চল চৌধুরী।
তবে এবার শুধু অভিনয় নয়, নিজের কণ্ঠের জাদু নিয়ে আবারও সবার সামনে হাজির হলেন গুণী অভিনেতা ও গায়ক চঞ্চল চৌধুরী। পাশাপাশি হাশিম মাহমুদের মতো নিভৃতচারী মেধাবী মানুষের লেখা গানের ভীষণ প্রশংসাও করেন অভিনেতা।