শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বিশ্বজুড়ে মুসলমানরা রোজা রাখছে, তাদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে এবং নামাজ ও ইবাদতের মধ্য দিয়ে নিজেদের উৎসর্গ করছে। কিন্তু আমাদের এখানে, গাজার মুসলমানদের জন্য, এই পবিত্র মাসটি হৃদয়বিদারক ও শোকময়। পাঁচ মাসের বেশি সময় ধরে আমরা ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গণহত্যার শিকার হচ্ছি, রোগ-শোক-অনাহারে ভুগছি।
রমজান শুরু হলেও তাদের সহিংসতা ও বর্বরতা একটুও থামেনি বা কমেনি। ইসরায়েলের গণহত্যার যুদ্ধ পবিত্র মাসের আনন্দকে ধ্বংস করেছে।