গত বছরের ২১ জুলাই ঘটেছিল ঘটনাটি। একই দিনে মুক্তি পেয়েছিল দুই বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওপেনহেইমার’ ও ‘বার্বি’। তৈরি হয়েছিল অদ্ভুত এক সিনেম্যাটিক দ্বৈরথ। অন্তর্জালে দুই সিনেমার ভক্তদের দ্বৈরথ পরিচিতি পায় ‘বার্বেনহেইমার’ নামে। বক্স অফিসে বাজিমাত করেছিল ‘বার্বি’, কিন্তু চলতি বছর গুরুত্বপূর্ণ প্রায় সব পুরস্কার আসরে দৌড়ে এগিয়ে যায় ‘ওপেনহেইমার’।
ব্যতিক্রম হলো না অস্কারেও। ১৩টি মনোনয়ন পাওয়া ক্রিস্টোফার নোলানের সিনেমাটি আসরের সর্বোচ্চ ৭ পুরস্কার জিতেছে।