রমজানে কেমন থাকবে পণ্যবাজার

যুগান্তর হাসান মামুন প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ১০:১৭

মতিঝিলের একটি নামকরা রেস্তোরাঁয় শনিবার সন্ধ্যায় হালিমের বাটিতে লেবুর পিস দেওয়া হয়নি। সেটা পাওয়া যায়নি চেয়েও। তিনজন খেতে বসেছিলাম। তাদের একজন বলল, লেবুর দাম বেড়ে গেছে অনেক। অন্যজন বলল, বর্ষায় এর উৎপাদন বাড়বে। ততদিনে রোজাও চলে যাবে।


লেবুর চাহিদাও যাবে কমে। দাম স্বাভাবিক হয়ে আসবে। তখন রিকশাভ্যানে স্তূপ করে লেবু বিক্রি হবে কম দামে। এর ভেতর দিয়ে আমরা ভুলে যাব রোজার আগ দিয়ে লেবুর দাম অনেক বেড়ে যাওয়ার কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us